জেমস বন্ড খ্যাত অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ।
কিছুদিন আগেই জানা গেছে, হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত। দিন কয়েক ধরে হ্যাঙ্কস এবং রিটা অসুস্থ বোধ করছিলেন। জ্বরের পাশাপাশি সারা শরীরে ব্যথাও ছিল। এই পরিস্থিতিতে নিজেরা সতর্ক হয়েই করোনার পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর অভিনেতা নিজেই সার্জিক্যাল মাস্ক, গ্লাভসের ছবিসমেত টুইট করেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।