সন্তান কেন বাইরে, কল দিয়ে জানতে চাইলেন ওসি

চট্টগ্রাম : করােনাভাইরাসের মহামারি ঠেকাতে চট্টগ্রাম শহরকে অচল করে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও নিয়মকে বুড়াে আঙুল দেখিয়ে পথেঘাটে বেরিয়ে পড়ছেন কিছু তরুণ-যুবক।


তাদেরকে বাসায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বলপ্রয়ােগের নীতিতে চললেও নগরের কোতােয়ালী থানার ওসি মােহাম্মদ মহসীন নিয়েছেন অভিনব উদ্যোগ।

বৃহস্পতিবার নগরের চেরাগি মােড়সহ বিভিন্ন এলাকায় রাস্তায় ঘােরাফেরা করা, আড্ডা দেয়া কিছু তরুণ-যুবককে ভিন্ন উপায়ে বাসায় ফিরিয়েছেন তিনি।

এ বিষয়ে কোতােয়ালী থানার ওসি মােহাম্মদ মহসীন বলেন, রাস্তায় কাউকে দেখলেই দাঁড় করিয়েছি। জিজ্ঞেস করেছি, রাস্তায় কেন। কাজে বের হলে কিছু বলিনি। কিন্তু যারা আড্ডা দিতে কিংবা হাওয়া খেতে বের হয়েছে তাদের বাবা মাকে ফোন করেছি তাদের সামনেই।।

সন্তান কেন করোনা ঝুঁকি নিয়ে বাইরে 
ঘােরাফেরা করছে তা বাবা-মায়ের কাছে জানতে চেয়েছি। তারা এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। এবং ভবিষ্যতে আর হবে না বলেছেন। তরুণ যুবকদের বাসায় রাখার জন্য আমার কাছে এটি কার্যকর পন্থা মনে হয়েছে।' যােগ করেন ওসি মহসীন।

/একুশে পত্রিকা

Section Background