প্রয়াত সুধীর রঞ্জন চৌধুরী স্মরণে চন্দনাইশ হাসপাতালে জীবাণুনাশক যন্ত্র স্থাপন

প্রকাশিত : ২১ মে ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশের পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের বিত্তবানদের আর্থিক সহায়তায় বিশিষ্ট ফার্মাসিস্ট প্রয়াত সুধীর রঞ্জন চৌধুরীর স্মরণে চন্দনাইশ হাসপাতালে একটি আধুনিক জীবাণুনাশক মেশিন স্থাপন ও উদ্ভোধন করা হয়।





চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা: শাহীন হোসাইন চৌধুরীর তত্ত্বাবধানে উদ্ভোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার পৌর মেয়র জনাব মুহাম্মদ মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, নারায়ন চক্রবর্তী ।

বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন (প্রকাশ পীরভাই) , মন্টু দে, শাহনেওয়াজ চৌধুরী, রুবেল নাথ, কমল চক্রবর্তী, শক্তিপদ চক্রবর্তী, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সিকদার বাবু, ছাত্রলীগ নেতা আবু মোহাম্মদ সেলিম এবং নিউটন, সানি, শাহেদ, শুভ, উৎপল রনি, শুভ সহ উপস্থিত ছিলেন অন্যান্যরা।

অনুষ্টানে অতিথিরা বলেন, এই আধুনিক জীবাণুনাশক যন্ত্রটি স্থাপনের ফলে এখন থেকে চন্দনাইশের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে স্বাস্থ্যসেবা প্রদান করা আরো বেশি নিরাপদ এবং ঝুকিমুক্ত হবে।

Section Background