বিডিনিউজ : করোনাভাইরাসের কারণে চারদিকে দুর্ঘটনার মাঝে বলিউড পেল আরেক শোক সংবাদ। আত্মহত্যা করেছেন সুশান্ত রাজপুত।
তার প্রতিবেশি বান্দ্রাতে নিজফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।
এই লকডাউনে তিনি একাই এই ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে রিপোর্ট করেছে ইন্ডিয়া টিভি নিউজ।
ছোট পর্দায় ‘কিস দেশ মেয় হ্যায় মেরা দিল‘ দিয়ে ক্যারিয়ার শুরু হয় এই অভিনেতার । এরপরে জনপ্রিয়তা পান ‘পবিত্র রিশতা‘ সিরিয়ালের মাধ্যমে।
অভিনয় এবং ক্যারিশমাটিক উপস্থাপনার জন্য ডাক পান বড় পর্দা থেকে খুব কম সময়ের মাঝেই।
’কাই পো চে’, ‘কেদারনাথ’, ‘ছিচোরে’, ‘রাবতা’ সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে বলিউডের বিশ্বস্ত নাম হয়ে উঠেন সুশান্ত।
তার করা “এমএস ধোনী- দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমাটি তার ক্যারিয়ারে অন্যরকম মাত্রা যোগ করে।
১৯৮৬ সালে জন্ম নেওয়া মাত্র ৩৪ বছরের এই অভিনেতার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
তবে পাঁচদিন আগে তার প্রাক্তণ ম্যানেজার দিশা সাইলানও আত্মহত্যা করেন।