![]() |
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি |
এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ অনেককে আটক করে।
বিক্ষোভকারীদের দমাতে দেশটির গভর্নরদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হলেও মঙ্গলবার টুইটারে তিনি লিখেন, ‘গতরাতে ডিসিতে কোনো সমস্যা হয়নি। অনেকে আটক হয়েছে। সবাই দুর্দান্ত কাজ করেছে। এটা অপ্রতিরোধ্য শক্তি। মিনিয়াপলিসও দুর্দান্ত করেছে।’
সবশেষ ট্রাম্প নিজেকে ধন্যবাদ দিয়ে লিখেন, ‘আপনাকে ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প!’
২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ। এরপরই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে।
প্রকাশ্যে শহরের রাস্তায় ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে ফ্লয়েডকে হত্যা করে ৪৪ বছর বয়সী পুলিশ অফিসার দেরেক। তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ