জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পেলেন চট্টগ্রামের তিন শ্রেষ্ট কর্মকর্তা


জেলা প্রতিবেদক : জেলা এবং উপজেলা পর্যায়ে বছরের কর্মদক্ষতা বিবেচনায় শ্রেষ্ট কর্মকর্তাদের জাতীয় শুদ্ধাচার পুরষ্কার  তুলে দেয়া হয়। অদ্য ২০২০ খ্রিষ্টাব্দের শ্রেষ্ট কর্মকর্তার পুরষ্কার পেলেন চট্টগ্রাম জেলা ও উপজেলার তিন কর্মকর্তা। জেলা পর্যায়ে 'শুদ্ধাচার পুরষ্কার' পেয়েছেন জনাব জামাল উদ্দিন, জেলা নজির (চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়), জনাব মো. মাসুদ রানা, নেজারাত ডেপুটি কালেক্টর (জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম)। 

উপজেলা পর্যায়ে শ্রেষ্ট কর্মকর্তা হিসেবে 'শুদ্ধাচার পুরষ্কার' পেয়েছেন জনাব মোহাম্মাদ রুহুল আমীন
উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব  মোহাম্মদ ইলিয়াস হোসাইন নির্বাচিত শ্রেষ্ট কর্মকর্তাদের হাতে পুরষ্কার তুলে দেন। সম্মাননা ক্রেস্ট,সনদপত্র এবং এক মাসের বেসিকের সম পরিমান অর্থ সম্মানী হিসেবে তুলে দেয়া হয় পুরষ্কৃতদের হাতে। 

Section Background