নিজ জন্মভূমি চন্দনাইশ উপজেলায় দেশবরেণ্য প্রয়াত সাহিত্যিক আহমদ ছফার স্মরণে 'আহমদ ছফা স্মৃতি সংসদ' গঠন করা হয়েছে।
সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রকাশ পীরভাই'কে সভাপতি এবং অধ্যাপক ফোরকান আজাদ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের এই স্মৃতি সংসদ গঠন করা হয়।
উল্লেখ্য বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী এবং সাহিত্যিক আহমদ ছফার জন্ম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়ায়।
ভবিষ্যতে আহমদ ছফার যে দর্শন তা সমাজের সর্বস্তরের কাছে ছড়িয়ে দিতে এবং চন্দনাইশ উপজেলার গৌরব আহমদ ছফার স্মৃতি বিজরিত বিভিন্ন স্থাপনা রক্ষা এবং বিনির্মাণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সাহিত্যিক আহমদ ছফাকে ছড়িয়ে দিতে চান এই সংসদ।