করোনার মধ্যে এইচএসসি নয় - দাবিতে উত্তাল ফেসবুক


করোনাভাইরাসের ভয়াল প্রাদুর্ভাবের কারণে দেশে পূর্বনির্ধারিত রুটিনে অনুষ্টির হতে পারেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি। দীর্ঘ ৫ মাস লকডাউনের পর বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবছে। এ নিয়ে বিরূপ প্রভাব লক্ষ্য করা গিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে।

পরীক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ 'করোনার মধ্যে এইচএসসি নয়' এ যোগ দিয়েছে এ পর্যন্ত এক লক্ষ ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রতি ঘন্টার ব্যবধানে এ সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এদের সবাই শিক্ষার্থী এবং তাদের দাবি, করোনা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে তার আগে যেন পরীক্ষা না নেয়া হয়।

 ইতোমধ্যে ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীও শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষাউপমন্ত্রীর সাথে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারটা নিয়ে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। 

গ্রুপে পরীক্ষার্থীরা লিখেছেন, তারা পরীক্ষার বিরুদ্ধে নন। তাদের দাবি, পরিস্থিতি একেবারে শূন্য না হওয়া পর্যন্ত যেনো পরীক্ষার আয়োজন না করা হয়। তারা ভয় পাচ্ছেন জীবননাশক করোনা ভাইরাসকে।

অন্য এক শিক্ষার্থী লিখেছেন, 'বাবাকে হারালাম করোনা ভাইরাসে। আমার পরিবার করোনা ভাইরাসে আমাকে হারাতে চায় না আর। বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি' 

জানা যায়, দেশে ১৩ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। আমাদের দেশে প্রতি শিক্ষার্থীর সাথে অন্তত একজন করে অভিভাবক পরীক্ষার হলে যান। সে হিশেবে শিক্ষার্থী, অভিভাবক মিলে ২৬ লক্ষের বিশাল জনসমাগম হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ নিয়ে অনেক শিক্ষার্থীর অভিভাবককেও চরম শঙ্কিত হতে দেখা যায়। 

শিক্ষাবিদদের মতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সতর্ক সিদ্ধান্ত নেয়া উচিত। কারণ দেশ এখনো করোনাভাইরাসের প্রভাবমুক্ত হয়নি। এখনো প্রতিদিন গড়ে ৩০ জন মারা যাচ্ছে করোনা ভাইরাসে। সুতরাং এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে এবং এইচএসসির মতো বড় পাবলিক পরীক্ষার আয়োজন করলে বিষয়টা আত্মঘাতী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Section Background