হযরত শাহসুফি সৈয়দ দায়েম উল্লাহ রহঃ স্মৃতি সংসদ এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন।
মোহাম্মদ হেলাল উদ্দিন পীরভাই, চন্দনাইশ : সাতবাড়িয়া হযরত_শাহসুফি_সৈয়দদায়েম_উল্লাহ_রহঃ_স্মৃতি_সংসদ এর দ্বি-বার্ষিক কাউন্সিল 2020 সম্পন্ন। #আজ বাদে আছর অত্র সংসদ কার্যালয়ে মুজাহিদে মিল্লাত মাওলানা জহুরুল কাদের এর সভাপতিত্বে শায়ের মাওলানা রবিউল হাসান দায়েমীর সঞ্চালনায় স্মৃতি সংসদের #দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।উক্ত কাউন্সিলে মেহমানে আ'লা হিসেবে তশরিফ আনেন বাশখালি কালিপুর দরবার শরিফ এর সম্মানিত সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহসুফি সৈয়দ মাওলানা জগলুল ইসলাম (মাঃজিঃআ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদুল হক, শাহজাদা সৈয়দ মুফতি বোরহান উদ্দিন। উক্ত কাউন্সিলে বিশিষ্ট সংগঠক#মাওলানা_জহুরুল_কাদের কে #প্রধান_সমন্বয়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব#মমতাজ_উদ্দিন কে #সভাপতি#মুহাম্মদ_সেলিম_উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি,মুহাম্মদ আয়ুব তাহেরিকে সাধারণ সম্পাদক কে রবিউল হাসানকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।