নানা আয়োজন ও আলোচনা সভার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষীকি উদযাপন করলো চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ।
আজ সকালে পৌরসভার মিলনায়তন এ আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা হয়। আলোচনা সভায় পৌরসভা ছাত্রলীগ নেতা গোফরানুল হাসিবের সঞ্চালনায় এবং পৌরসভা ছাত্রলীগ নেতা আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। প্রধান অতিথি ও প্রধান আলোচকের বক্তব্যে তিনি শেখ রাসেল ও বঙ্গবন্ধুর জীবনযাপন, রাজনৈতিক দুরদর্শিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মোহাম্মদ মুসা চৌধুরী, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিন, পৌরসভা যুবলীগনেতা আব্দুর সবুর।
উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগ নেতা আবু মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আরাফাত,নাইম,জাবেদ,সাহেদ,দিদার,তারেক,অভি,মাহিন সহ আরো অনেকে।