মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকীর ভিডিও বার্তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন


মোহাম্মদ হেলাল উদ্দিন পীরভাইঃ মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকীর ভিডিও বার্তা তীব্র প্রতিবাদ জানিয়েছেন আঞ্জুমান রজভিয়া নূরীয়া বাংলাদেশ  চন্দনাইশ উপজেলা শাখার। 

#আঞ্জুমানে_রজভীয়া_নূরীয়া_চন্দনাইশ_উপজেলা শাখার উদ্যোগে ১০জন মহান মনীষীর স্মরণ সভা ও দোয়া মাহফিলে ওনার সম্মতিতে চিঠি সহকারে আঞ্জুমানে রজভিয়ার পক্ষ থেকে নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং  স্মরণ সভায় উপস্থিত হয়ে আল্লামা আবুল কাশেম নূরী হাত থেকে  পাগড়ি গ্রহণ করেছেন।পরবর্তীতে  উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা #সোলাইমান_ফারুকী_সাহেব ০৯/১০/২০ তারিখের স্মরণ সভা ও দোয়া মাহফিল নিয়ে ""ভিডিও বার্তা"" নামক যে মিথ্যাচার ও অপ্রাসঙ্গিক বানোয়াট বক্তব্য অনলাইনে ভাইরাল করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি।সাথে সাথে অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও মিথ্যাচারের জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ করছি।অন্যতায় আমরা আঞ্জুমানে রজভীয়া নূরীয়া চন্দনাইশ উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপযুক্ত প্রমাণ সহকারে ভিডিও বার্তা অথবা সাংবাদিক সম্মেলন করতে দ্বিধাবোধ করবেনা।
আপনাকে আজও ভালবাসি বিধায় প্রতিবাদীমূলক ভিডিও বার্তা না দিয়ে আপনাকে সম্মান রেখে বলছি অনতিবিলম্বে এই ভিডিও বার্তার কারণ দর্শিয়ে ক্ষমা চান।

Section Background