ফিউশন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার মাতার ইন্তেকালে শোক প্রকাশ


চন্দনাইশ সমিতি - চট্টগ্রামের পূষ্ঠপোষক সদস্য, ফিউশন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক"
 জনাব মোহাম্মদ সোহেল রানার মাতা,   আলহাজ্ব রোকেয়া বেগম (৬০) গত ২১ অক্টোবর, বুধবার,রাত-১০ টার সময় ইন্তেকাল করেছেন 
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) মৃত্যুকালে তিনি ৩ ছেলে,২ মেয়ে, নাতী - নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান।
আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার, বাদে জোহর 
চন্দনাইশ পৌরসভা হারলা -দক্ষিণ জোয়ারা নতুন পুকুর  জামে মসজিদ মাঠে নামাজের জানাযা
 অনুষ্ঠিত হয়।
মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেন পৌরমেয়র মাহাবুবুল আলম খোকা, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, চন্দনাইশ সমিতি -চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, সাধারণ, ফেন্ডস ফুড লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান, এম.ডি জাহাঙ্গীর আলম, লায়ন রফিকুল ইসলাম'
 শোক প্রকাশ করেন  এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।

Section Background