চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম : আজ ৯ অক্টোবর ২০২০ ইং রোজঃ জুমাবার বিকেলে সাতবাড়ীয়া শাহ আমানত রহঃ সিনিয়র মাদরাসা মিলনায়তনে আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাসেমী (রঃ)ও শেরে মিল্লাত মাওলানা ওবায়দুল হক নঈমী (রঃ) স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরি,
মেহেমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী, সভাপতিত্ব করেছেন পীরে কামেল মাওলানা জগলুল ইসলাম সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সোলায়মান ফারুকী ভাইস চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল রহমান নূরে বাংলা,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মুফতি আশেকুর রহমান,মুফতি বোরহান উদ্দিন,হুমায়ূন কবির সভাপতি আওয়ামী কৃষকলীগ চন্দনাইশ উপজেলা,ছৈয়দ আহমেদ সাবেক চেয়ারম্যান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ,হাজী নুরুল হক সভাপতি পলিয়া পাড়া গাওছুল আজম জামে মসজিদ, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
সভাটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন আয়ুব খান সাধারন সম্পাদক আঞ্জুমানে রজভিয়া চন্দনাইশ উপজেলা ও রবিউল ইসলাম দায়েমী সাংগঠনিক সম্পাদক দায়েম উল্লাহ( রঃ)স্মৃতি সংসদ।