প্রকাশিত ঃ ২২ই জানুয়ারি ২০২৫খ্রিঃ
বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের এক প্রভাবশালী ও প্রতিষ্টিত শিল্পগ্রুপের মালিকের বিরুদ্ধে চবি সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে কালো বলে অপমান ও হেনস্তার অভিযোগ পাওয়া গিয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, ২২ই জানুয়ারি রাত আনুমানিক এগারোটার দিকে রাফি তার সহ- সমন্বয়কদের নিয়ে চট্টগ্রামের পরিচিত একটি শিল্পগ্রুপের মালিকের খুলশীর বাসায় যান। এসময় বাড়ির কেয়ারটেকার তাদের অপেক্ষা করতে বললে তারা রেগে যান। রেগে গিয়ে রাফি কেয়ারটেকারকে বলেন , তার মালিক যেনো এখনই নেমে রাফির সাথে কথা বলেন এবং তাদের অনুষ্টানের জন্যে আর্থিক সাহায্য করেন। এরপর কেয়ারটেকার ডুপ্লেক্স বাসাটির দ্বিতীয় তলায় গিয়ে ওই শিল্পগ্রুপের মালিককে জানালে তিনি রেগে যান।
রেগে গিয়ে নিচে নেমে এসে ওই ব্যবসায়ী চিল্লাচিল্লি করেন। হইচইয়ের এক পর্যায়ে তিনি রাফিকে উদ্দেশ্য করে চট্টগ্রাম এর ভাষায় বলেন, 'তুইতো হালা , তোরে কিল্লায় টিয়া দিয়ুম?'
বুঝতে না পেরে রাফি আবার কথা বললে ওই শিল্পগ্রুপের মালিক তাকে বাসার দারোয়ানদের ডেকে বের করে দেন। এতে অপমান বোধ করেন রাফি সহ তার সাথে থাকা সহ সমন্বয়কেরাও।
এ বিষয়ের উভয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। রাফি বারবার ফোন কেটে দিলেও ওই শিল্পগ্রুপের মালিক সমন্বয়ক রাফির এমন ঘটনায় বিব্রত বোধ করেন বলে জানান। একইসাথে তিনি অনুরোধ করেন নিউজ করলেও যেনো তার নাম প্রকাশ না করা হয়।