চন্দনাইশে ৩০০ জনের বিরুদ্ধে এলডিপির মামলা, দশ বছরের শিশুও আসামী


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ ২০১১ সালে চট্টগ্রাম আদালত ভবনে এলডিপি সভাপতি কর্ণেল অলির উপর হামলার ঘটনায় প্রায় ১৪ বছর পর আজ ৩০শে জানুয়ারি চট্টগ্রাম আদালতে একটি এফআইআর রুজু করা হয়েছে। যেখানে এমন কিছু ব্যক্তিকে আসামী করা হয়েছে ঘটনার সময়ে যাদের বয়স ছিলো ৯ থেকে ১০ এর কাছাকাছি। এ নিয়ে চট্টগ্রামজুড়ে চলছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা করছেন ব্যপক আলোচনা।


মামলার এজহার পড়ে যা জানা যায়, ২০১১ সালের ২৪ই নভেম্বর সাবেক মন্ত্রী ও এলডিপির সভাপতি কর্ণেল অলি চট্টগ্রাম আদালত ভবনে আত্মসমর্পণ সহ জামিনের আবেদন করতে গেলে মামলার প্রথম তিন আসামীর নির্দেশে বাকি আসামীরা তাকে আদলত ভবনে দেশী ও বিদেশী অস্ত্রসস্ত্রসহ ইট পাথর নিক্ষেপ করে। এর দায়ে বাদী কর্ণেল অলির পক্ষ হয়ে সালাউদ্দিন কাদের একজন বাদী হয়ে এই মামলাটি আবেদন করেন।

তবে লক্ষণীয় বিষয় হচ্ছে , এই মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কিছু নাম যাদের বর্তমান বয়সও উল্লেখ করা হয়েছে এজহারে। মামলার ১৮ নাম্বার আসামী করা হয়েছে আশরাফ উদ্দিন রিয়াজ নামের একজনকে যার বয়স উল্লেখ করা হয়েছে ২৭। সে হিসেবে ২০১১ সালে তার বয়স হওয়ার কথা ১৩ বছর। মামলার ৩১ নাম্বারেও ওমর ফারুক নামে একজনকে আসামী করা হয়েছে যার বয়স ও উল্লেখ করা হয়েছে ২৭ , একইভাবে ২০১১ সালে তাদের বয়স ১৩। মোহাম্মদ সাদেক নামে একজনকে আসামী করা হয়েছে ৩৩ নাম্বার এ। যার বয়স উল্লেখ করা হয়েছে ২৫ , ২০১১ সালে যার বয়স দাড়ায় ১০ বছর। সবার বাড়িই চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে কমপক্ষে ৩০ কিলোমিটারেও বেশি। নেটিজেনরা বলছেন ২০১১ সালে একজন ১০ বছর বয়সী শিশু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে একটি দলের প্রধানকে হামলা করতে যাবে কেন ?

অনেকে লিখছেন, উল্লেখিতরা কেবলই ছাত্রলীগের নেতাকর্মী হওয়ার কারণেই মামলার আসামী হয়েছেন। আবার অনেকে ধারণা করছেন , মামলাবাণিজ্যের উদ্দেশ্যে এ ধরণের অযৌক্তিক মামলা গুলো করা হতে পারে।

এ ব্যাপারে বাদী ও স্বাক্ষীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Section Background